আড়াইহাজারে বাড়ি ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ
- আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
- ০৬ জুলাই ২০২৪, ১৫:৩৯
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বৃষ্টির সময় কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে এক তরুণীকে (১৪) ধর্ষণের অভিযোগ ওঠেছে।
এ ব্যাপারে ওই তরুণীর মা শনিবার (৬ জুলাই) দুজনকে আসামি করে আড়াইহাজার থানায় একটি ধর্ষণ মামলা করেছেন।
এর আগে ২ জুলাই উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরে এ ঘটনা ঘটে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, রামচন্দ্রদী গ্রামের ওই তরুণীকে ২ জুলাই সকাল ১০টার দিকে বৃষ্টি থাকার সুযোগে ‘কথা আছে’ বলে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ডেকে রামচন্দ্রদী এলাকায় সরকারি আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে নিয়ে যায় একই গ্রামের জজ মিয়ার ছেলে সফর আলী ওরফে লেংটা (২০) ও তার সহাযোগী আশ্রয়ণ প্রকল্পের ওই ঘরের মালিক জাহাঙ্গীরের ছেলে অলি (১৯)। ওই ঘরে ডেকে নেয়ার পর অলির সহযোগিতায় সফর আলী ওরফে লেংটা তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বিষয়টি গোপন রাখার জন্য চাপ প্রয়োগ করে ধর্ষিতাকে বের করে দেয় অভিযুক্ত ও তার সহযোগী।
ওই তরুরি বাড়িতে গিয়ে ঘটনা সম্পর্কে তার মায়ের কাছে খুলে বললে এ ব্যাপারে এলাকার কতিপয় মাতব্বর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার জন্য কালক্ষেপণ করেন। তারা ধর্ষিতার পরিবারকে ৫০ হাজার টাকা দেয়ারও প্রস্তাব দেন। কিন্তু ধর্ষিতার মা তাতে রাজি না হয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে শনিবার থানায় দুজনকে আসামি করে মামলা দায়ের করেন।
গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আতাউর রহমান জানান, মামলা গ্রহণের পর থেকে আসামিদেরকে গ্রেফতারে পুলিশ কাজ করছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আসামিরা পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা