রাজবাড়ীতে ২ ট্রাকের সংঘর্ষে নিহত ২
- এম মনিরুজ্জামান, রাজবাড়ী
- ০৬ জুলাই ২০২৪, ১৩:১৯, আপডেট: ০৬ জুলাই ২০২৪, ১৩:৪৯
রাজবাড়ীতে চালবোঝাই দুই ট্রাকের সংঘর্ষে দুই হেলপার নিহত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের কালুখালি গরিয়ানায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই হেলপার হলেন কুষ্টিয়ার খাজা নগরের আনছারের ছেলে লিটন (৩২) ও রাজশাহীর চারঘাটের আজিজুরের ছেলে অভি (৩০)।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হারুন অর রশিদ জানান, গড়িয়ানা কালিবাড়ি এলাকায় বিকল হয়ে দাঁড়িয়ে ছিল কুষ্টিয়ামুখী একটি ট্রাক। ওই ট্রাকের হেলপার লিটন ট্রাকের পেছনে দাঁড়িয়ে কাজ করছিলন। হঠাৎ ট্রাকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় কুষ্টিয়াগামী আরেকটি চাল বোঝাই ট্রাক। এতে দুই ট্রাকই দুমড়ে-মুচড়ে যায়। আর ঘটনাস্থলেই নিহত হন ধাক্কা দেয়া ট্রাকের হেলপার আনিছুর। অপর ট্রাকের হেলপার লিটনকে গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
তিনি আরো জানান, দু’জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা