১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রায়পুরায় মরা নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

- প্রতীকী ছবি

নরসিংদীর রায়পুরায় পুরাতন ব্রহ্মপুত্রের শাখা মরা নদী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।

শুক্রবার বেলা ৩টার দিকে উপজেলা মুছাপুর ইউনিয়নের পূর্ব হরিপুর দাইড়ের পাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তার পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ১১টায় দাইড়েরপাড় গ্রামের রাস্তায় চলাচলের সময় মরা নদীর মাঝখান থেকে দুর্গন্ধ আসছিল। এ নিয়ে তাদের মাঝে সন্দেহের সৃষ্টি হয়। এ সময় স্থানীয় কয়েকজন যুবক নৌকায় চড়ে নদীর মাঝখানে গিয়ে লাশটি ভাসতে দেখেন। পরে স্থানীয় জনপ্রতিনিধিকে বিষয়টি জানালে পুলিশকে খবর দেন। খবর পেয়ে বেলা ৩টায় লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ বলছে, এটি মরা নদী। পানি প্রবাহ নেই। তাই অন্যত্র থেকে লাশ ভেসে আসেনি। ওই ব্যক্তিকে হত্যার পর লাশ ফেলে রেখে গেছে।

স্থানীয় বাসিন্দা মো: কবির মিয়া ও মো: মাসুম বলেন, সকাল ১১টায় স্থানীয়রা নদীর পাড়ের রাস্তায় চলাচলের সময় দুর্গন্ধ পায়। পরে নদীর মাঝে ভাসমান কিছু দেখতে পাই। নৌকা নিয়ে কাছে গিয়ে লাশ দেখে পুলিশকে খবর দেই।

রায়পুরা থানার উপপরিদর্শক ফয়সাল আহাম্মেদ বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থল এসে ভৌগলিকভাবে দেখি এটা নদীর মাঝখানে। পরে বিষয়টি নৌ পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে নিয়ে গেছে।

মির্জারচর নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আমিরুল শিকদার বলেন, বেলা সাড়ে ১১টায় সংবাদ পাই মরা নদীতে ভাসমান অর্ধগলিত লাশ ভাসছে। বেলা ৩টায় লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়। অর্ধগলিত লাশের আনুমানিক বয়স ২৫-৩০ লম্বা চুল ও জিন্সের কালো প্যান্ট পড়া। শরীরে পোকামাকড় পড়ে পঁচন ধরেছে। পরিচয় শনাক্তে কাজ করছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আরো সংবাদ



premium cement