শিবচরে এক্সপ্রেসওয়েতে ৩ ট্রাকের সংঘর্ষ, আহত ৩
- শিবচর (মাদারীপুর) সংবাদদাতা
- ০৪ জুলাই ২০২৪, ১২:০৭
বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে তিনটি ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে অন্তত তিনজন। এ সময় ঢাকা-ভাঙ্গামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কে আটকা পরে শত শত যানবাহন। দেড় ঘণ্টা পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ৮টার দিকে শিবচরে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি ট্রাকের চাকা ফেটে বিকল হয়ে যায়। পরে পেছন দিক আসা আরো দু’টি ট্রাক থেমে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে তিনজন আহত হয়। এ ঘটনায় ফরিদপুরের ভাঙ্গাগামী যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ট্রাকগুলো সরিয়ে নেয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট মো: আশিকুজ্জামান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এখন যানচলাচল স্বাভাবিক রয়েছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা