১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নারায়ণগঞ্জে যুবকের হাত বাঁধা ও চোখ উপড়ানো লাশ উদ্ধার

নারায়ণগঞ্জে যুবকের হাত বাঁধা ও চোখ উপড়ানো লাশ উদ্ধার - ছবি : নয়া দিগন্ত

নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া থেকে লাল কাপড় দিয়ে হাত বাঁধা অবস্থায় দীন ইসলাম নামের এক যুবকের চোখ উপড়ানো লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১ জুলাই) বিকেলে খবর পেয়ে সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের একাধিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধারসহ ঘটনার তদন্ত শুরু করে।

দীন ইসলামের বাবার নাম আদম আলী ও মা মোসা. ফাতেমা। তার ঠিকানা হেমায়েতপুর সাভার উল্লেখ থাকলেও বিস্তারিত জানতে চেষ্টা চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা।

লাশ উদ্ধারের পর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সুভ জানান, লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে তাকে রোববার দিবাগত রাতের কোনো সময় হত্যার পর ফেলে গেছে।

নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন বলেন, ১৫ দিন ধরে নিখোঁজ ছিল এই দীন ইসলাম। সাভার থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) আছে। তার পরিবারের দাবি, তিনি মানসিক প্রতিবন্ধী। তবে কী কারণে এই মৃত্যু তা তদন্ত করা হচ্ছে।


আরো সংবাদ



premium cement