শ্রীনগরে ভুল চিকিৎসায় স্কুলছাত্রীর মৃত্যুর অভিযোগে
- শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
- ০১ জুলাই ২০২৪, ১৬:৩৭
শ্রীনগরে লাইসেন্স বিহীন ক্লিনিকের ভুল চিকিৎসায় পঞ্চম শ্রেণীর এক ছাত্রীর মৃত্যুর অভিযোগে উঠেছে।
রোববার বিকেলে স্কুলছাত্রী ইস্তিনার (১৩) স্বজন ও ক্ষুব্ধ এলাকাবাসী উপজেলার বাড়ৈখালী আইডিয়াল জেনারেল হাসপাতাল ও ডি ল্যাব ঘেরাও করে।
ইস্তিনা উপজেলার আলামপুরের সোনারগাঁও এলাকার জাহের শেখের মেয়ে এবং সোনারগাঁও প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী।
জানা গেছে, গত শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ইস্তিনা জ্বর নিয়ে বাড়ৈখালী আইডিয়াল জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রবিন চন্দ্র দাস তাকে তিনটি ইনজেকশন পুশ করেন। এর পরপরই সে আরো বেশি অসুস্থ হয়ে পড়ে এবং তাকে দ্রুত ঢাকায় নেয়ার পরামর্শ দেন। রাত সাড়ে ৯টার দিকে ইস্তিনাকে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
এই ঘটনায় রোববার বিকেলে ইস্তিনার স্বজনরা ও স্থানীয় বিক্ষুব্ধ জনতা ক্লিনিকটি ঘেরাও করে রাখে। পরে ক্লিনিক কর্তৃপক্ষ সমঝোতা করে ইস্তিনা আক্তারের পরিবারের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর রেখে দেয়।
ক্লিনিকটির ম্যানেজার মো: শাহআলম বলেন, ‘ইস্তিনাকে আমাদের এখানে শনিবার বিকেল সাড়ে ৫টায় নিয়ে আসা হলে আমরা প্রাথমিক চিকিৎসা দেই। পরে ব্লাড রিপোর্ট খারাপ আসায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়। সেখানে সে মারা গেছে। এই বিষয়ে আমাদের কোনো গাফলতি নেই।’
শ্রীনগর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আহসান হাবীব জানান, তিনি বাড়ৈখালী ইউনিয়নের সহকারী বিট অফিসার হিসেবে ঘটনা শুনে সেখানে গিয়েছিলেন।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আবু তোহা মোহাম্মদ শাকিল বলেন, ‘বাড়ৈখালী আইডিয়াল জেনারেল হাসপাতাল ও ডি ল্যাব নামে কোনো ক্লিনিকের লাইসেন্স নেই। সেখানে কিভাবে তারা চিকিৎসা করছেন তা খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা