কাঞ্চন পৌরসভায় বাদশা মেয়র নির্বাচিত
- নারায়ণগঞ্জ প্রতিনিধি
- ২৬ জুন ২০২৪, ২১:৫১
নারায়ণগঞ্জের কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র পদে জয়লাভ করেছেন আবুল বাশার বাদশা।
বুধবার ভোটগ্রহণ শেষে রাতে নির্বাচন কমিশন ঘোষিত বেসরকারি ফলাফলে এ তথ্য জানা গেছে।
নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার কাজী মো: ইস্তাফিজুল হক আকন্দ রাত সাড়ে ৮টার দিকে এ ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে মেয়র পদে মোবাইল ফোন প্রতীকে আবুল বাশার বাদশা পেয়েছেন ১৬ হাজার ৯৩৯ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জগ প্রতীকে রফিকুল ইসলাম রফিক পেয়েছেন ১২ হাজার ৪০৪ ভোট।
এর আগে সকাল থেকে পৌরসভাজুড়ে ভোটারদের সরব উপস্থিতিতে দিনব্যাপী শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
পৌরসভার ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা