১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কালিয়াকৈরে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে হতাহত ৩

কালিয়াকৈরে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে হতাহত ৩ - ছবি : সংগৃহীত

গাজীপুরে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে এক ব্যক্তি নিহত ও অপর দু’জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার কালিয়াকৈর উপজেলা বঙ্গবন্ধু হাইটেক সিটি রেল স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহতের নাম- মোয়াজ্জেম হোসেন (৫৮)। তিনি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার কোনাবাড়ি গ্রামের মকবুল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী চাঁপাই কমিউটার ট্রেনের ছাদে চড়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন মোয়াজ্জেম হোসেনসহ আরো কয়েকজন। ট্রেনটি কালিয়াকৈরের বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশনের পৌঁছালে রেল লাইনের উপর দিয়ে টানানো তারে আটকে ছাদের আরোহী নুরুন্নবী, মোয়াজ্জেম হোসেন, মাসুদ মিয়া তিনজন চলন্ত ট্রেনের ওপর থেকে ছিটকে নিচে পড়ে যায় এবং গুরুতর আহত হন। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মোয়াজ্জেম হোসেনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহত নূরুন্নবী ও মাসুদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলওয়ের স্টেশন মাস্টার (বুকিং) আশরাফুল আলম জানান, দুর্ঘটনার বিষয়টি শুনেছি। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে একজনের মৃত্যু হয়েছে।


আরো সংবাদ



premium cement