১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কালিহাতীতে প্রাইভেটকার-ট্রাক সংঘর্ষে নিহত ৩

- ছবি : নয়া দিগন্ত

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার ভোররাতে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে কালিহাতীর বাগুটিয়ায় বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জামালপুর সদর উপজেলার কালচারাল অফিসার আব্দুল্লাহ আল মামুনের ছেলে আব্দুল্লাহ আল অক্ষর (৬) ও তার নানী শাশুড়ি হুসনে আরা বেগম (৬৮) এবং কুমিল্লার কুদ্দুস মিয়ার ছেলে প্রাইভেটকারের চালক আবুল হোসেন।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মোহাম্মদ সাজেদুর রহমান জানান, ময়মনসিংহগামী দু’টি প্রাইভেটকার বাগুটিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক প্রথমে সামনের প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি পাশের খাদে পড়ে যায়। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে অপর প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই প্রাইভেটকারে থাকা শিশুসহ তিনজন মারা যান। এ ঘটনায় প্রাইভেটকারের আরো তিনজন আহন হন। আহতদের প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও পরে তাদের ঢাকায় পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement