মোটরসাইকেল কিনতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, গ্রেফতার ৪
- আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা
- ১৩ জুন ২০২৪, ১৬:২৫
ঢাকার ধামরাইয়ে চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় মূলহোতাসহ চারজনকে গ্রেফাতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। মোটরসাইকেল কেনার টাকা জোগাড় করতে তারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানিয়েছে র্যাব।
বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে আশুলিয়ার নবীননগর এলাকার র্যাব-৪, সিপিসি-২ এর নবীনগর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-৪, সিপিস- ২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান। এর আগে, বুধবার রাতে ঢাকার সাভার, ধামরাই ও মানিকগঞ্জের সদর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন ঢাকার ধামরাই এলাকার শান্ত মনি দাস ওরফে বিচ্ছু শান্ত (১৯), বিজয় মনি দাস (২০) ও শ্রীকান্ত কর্মকার (২০) এবং মানিকগঞ্জ জেলার বিশ্বনাথ মনি দাস ওরফে বিশু (২০)।
নিহত কালাম বিশ্বাস টাঙ্গাইল জেলার নাগরপুর থানাধীন ধুবুরিয়া এলাকার বাসিন্দা। তিনি সাভারে ভাড়া বাসায় থেকে অটোরিকশা চালাতেন।
র্যাব জানায়, গত ৯ জুন দুপুরে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের পশ্চিম বাড়িগাঁও এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। পরে লাশটি অটোচালক কালাম বিশ্বাসের বলে শনাক্ত করা হয়। এ ঘটনার পর কালামের স্ত্রী ধামরাই থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় র্যাব-৪ এর একটি আভিযানিক দল ১২ জুন রাতে ঢাকা জেলার সাভার, ধামরাই ও মানিকগঞ্জ জেলার সদর এলাকায় অভিযান পরিচালনা করে এই হত্যাকাণ্ডের মূলহোতা ও অটোরিকশা ছিনতাইকারী চক্রের নেতা বিচ্ছু শান্তসহ চার সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।
সংবাদ সস্মলনে র্যাব-৪, সিপিস-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে ৮ জুন আসামি শান্ত মোটরসাইকেল কেনার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে অপর দুই আসামি বিশু ও বিজয়ের সাথে দেখা করেন। অল্প টাকায় মোটরসাইকেল কেনা যাবে না বিধায় আসামিরা একটি অটোরিকশা ছিনতাই করে বিক্রি করবে বলে পরিকল্পনা করেন। পরে পূর্বের পরিচিত অটোরিকশাচালক কালামকে টার্গেট করেন এবং ভুক্তভোগীকে মাদক সেবন করিয়ে ও সুইচ গিয়ারের ভয় দেখিয়ে অটোরিকশা ছিনতাই করবে বলে ঠিক করেন। কালামকে রিজার্ভ ভাড়ার বিষয়ে জানান গ্রেফতার শান্ত। পরে ভুক্তভোগীকে অটোরিকশাসহ তারা ধামরাই এলাকার একটি পার্কে ঘুরতে যাওয়ার কথা জানান।
কোম্পানি কমান্ডার আরো বলেন, ঘটনার দিন রাতে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের বাড়িগাঁও পশ্চিমপাড়া নির্জন জায়গায় অটোরিকশা থামিয়ে পূর্বপরিকল্পনানুযায়ী ভুক্তভোগীকে মাদক সেবন করায়। পরে সে অচেতন হয়ে পড়লে আসামি শান্তর সাথে থাকা সুইচ গিয়ার দিয়ে গলায় ও বুকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত করেন। পরে লাশ যেন কেউ দেখতে না পারে সে জন্য বিজয় খড় দিয়ে ঢেকে দেন এবং বিশু নিহতের অটোরিকশাটি চালিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে তাদের অপর সহযোগী শ্রীকান্তের সহযোগিতায় অটোরিকশাটি গোপন করেন।
তিনি বলেন, অটোরিকশা উদ্ধারে র্যাব-৪ এর অভিযান চলমান রয়েছে। একই সাথে গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
গ্রেফতাররা সাভার বাজার ও ধামরাই এলাকার চুরি, ছিনতাই এবং মাদক সেবন করে থাকে বলেও জানান তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা