ঘাটাইলে কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ নিহত ২
- টাঙ্গাইল প্রতিনিধি
- ১৩ জুন ২০২৪, ১৪:৩০
টাঙ্গাইলের ঘাটাইলে কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ দু’জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল উপজেলার কদমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঘাটাইলের কাশতলা গ্রামের জহুরুল ইসলাম জুয়েল এবং কদমতলী এলাকার জুলহাস মিয়ার ছেলে বাদশা মিয়া। জহুরুল ইসলাম জুয়েল জেলার গোপালপুর উপজেলা কৃষি অফিসে উপ-সহকারী কৃষি কর্মকর্তা।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালাম মিয়া জানান, সকাল সাড়ে ৮টার দিকে জুয়েল ও বাদশা মোটরসাইকেল নিয়ে ঘাটাইল যাচ্ছিলেন। তারা টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের কদমতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই জুয়েল ও বাদশা নিহত হন। কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা