বস্তায় ১৬টি ইট ভর্তি করে নদীতে ফেলে হত্যা, ধলেশ্বরী থেকে লাশ উদ্ধার
- নারায়ণগঞ্জ প্রতিনিধি
- ১২ জুন ২০২৪, ২০:১৩, আপডেট: ১২ জুন ২০২৪, ২০:২৬
নারায়ণগঞ্জের সদর উপজেলার ডিক্রিচর এলাকায় ধলেশ্বরী নদী থেকে বস্তা ভর্তি ১৬টি ইট বাধা অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
বুধবার (১২ জুন) বিকেলে কোস্টগার্ড সদস্যরা নদীতে টহল দেয়ার সময় পাড়ে দুইটি ইটভর্তি বস্তা শরীরে বাধা অবস্থায় লাশটি উদ্ধার করে নৌ-পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়।
বক্তাবলী নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সহিদুল আলম জানান, দুর্বৃত্তরা হত্যার পর নিহতের শরীরে ১৬টি ইট দুইটি চাউলের বস্তায় বেঁধে লাশ গুম করার জন্য নদীতে ফেলে দেয়। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে।
বক্তাবলী ফাড়ির নৌ-পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর শাহ জালাল জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে সংবাদ পেয়ে রাজা মিয়ার ইটভাটার কাছে ধলেশ্বরী নদী থেকে ভাসমান অবস্থায় ৫০ বছর বয়সের অজ্ঞাত এক পুরুষের লাশ উদ্ধার করা হয়। লাশের সাথে বাঁধা দুই বস্তা ভর্তি ইট পাওয়া গেছে। ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা অজ্ঞাত ব্যক্তিকে হত্যা করে লাশ গুমের জন্য বস্তায় ইট ভরে নদীতে ডুবিয়ে দিয়েছিল। আশা করি পরিচয় পাওয়া গেলে হত্যা কারীদেরও সনাক্ত করা যাবে। নিহতের মুখ পচে গেছে। শরীরের বিভিন্ন স্থানের চামড়া উঠেগেছে। প্রযুক্তির মাধ্যমে পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
বক্তাবলী নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সহিদুল আলম জানান, দুর্বৃত্তরা হত্যার পর নিহতের শরীরে ১৬টি ইট দুইটি চাউলের বস্তায় বেঁধে লাশ গুম করার জন্য নদীতে ফেলে দেয়। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা