১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নারায়ণগঞ্জে শিশু সাগর হত্যা : ৩ জনের কারাদণ্ড

নারায়ণগঞ্জে শিশু সাগর হত্যা : ৩ জনের কারাদণ্ড - ছবি : নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২০১৬ সালে পায়ুপথে বাতাস ঢুকিয়ে ৯ বছরে শিশু সাগর বর্মনকে হত্যার ঘটনায় তিন যুবককে সাড়ে তিন বছরের আটকাদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১১ জুন) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন কিশোরগঞ্জের তাড়াইল দড়ি জাহাঙ্গীরপুর এলাকার রিটনের ছেলে রাকিব (২০), করিমগঞ্জের গুজাইদা লামাপাড়া এলাকার হক মিয়ার ছেলে মো: আকাশ (২০) ও নরসিংদীর কাজীকান্দী এলাকার আবদুল হান্নানের ছেলে মো: সোহেল (২১)।

আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর (স্পেশাল পিপি) অ্যাডভোকেট রকিবুদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, ২০১৬ সালের ২৪ জুলাই রূপগঞ্জের যাত্রামুড়া জবেদা টেক্সটাইলে পায়ুপথে বাতাস ঢুকিয়ে নেত্রকোনার খালিয়াজুড়ি রাজিবপুর গ্রামের রতন বর্মণের ছেলে সাগর বর্মণকে হত্যা করে। নিহত শিশু সাগর ওই কারখানায় শ্রমিক হিসেবে কাজ করত।

এ সময় এ ঘটনার সাথে জড়িতদের বয়স ১৮ এর নিচে ছিল। বর্তমানে আসামিদের বয়স ১৮ পেরিয়ে গেছে। তাই নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত তাদের সাড়ে তিন বছরের আটকাদেশ দিয়েছেন। আদেশ ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

তিনি আরো বলেন, সাগরকে প্রায় সময়ই শিশু আসামিরা গালিগালাজ করতেন। বিভিন্ন সময় এর প্রতিবাদ করতো সাগর। এতেই ক্ষিপ্ত হয়ে সাগরের পায়ুপথে বাতাস ঢুকিয়ে তাকে হত্যা করা হয়।

কোর্ট পুলিশের পরিদর্শক মো: আবদুর রশিদ জানান, পায়ুপথে বাতাস ঢুকিয়ে সাগরকে হত্যার ঘটনায় তার বাবা রতন বর্মণ রূপগঞ্জ থানায় মামলা করেন। সেই মামলায় বিচার কার্যক্রম শেষে আদালত এ রায় ঘোষণা করেছেন।


আরো সংবাদ



premium cement
ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের আরো ৫০ কোটি মার্কিন ডলারের সহায়তা ঘোষণা র‌্যাংকিংয়ে উন্নতি সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলের পাকিস্তান টেস্ট দলের কোচের দায়িত্ব ছাড়লেন গিলেস্পি চৌগাছায় গৃহবধূ রাবেয়া হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার সিরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ৯০ শতাংশ ধ্বংস করার দাবি ইসরাইলের ইজতেমা ময়দানে সা’দপন্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা চেয়ে স্মারকলিপি প্রদান ‘শহীদ জিয়াউর রহমান ছিলেন একজন ক্যারিশম্যাটিক লিডার’ ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ২৪১ গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত শহীদ বুদ্ধিজীবীদের আদর্শের দেশ গড়তে পারলেই তাদের আত্মত্যাগ সার্থক হবে : রাষ্ট্রপতি বানিয়াচংয়ে ট্রাকচাপায় মোটরসাইকেলআরোহী নারী নিহত

সকল