১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কিশোরগঞ্জে স্কুলের পুকুর থেকে লাশ উদ্ধার

কিশোরগঞ্জে স্কুলের পুকুর থেকে লাশ উদ্ধার - নয়া দিগন্ত

কিশোরগঞ্জ শহরের হাসমত উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পুকুর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের নগুয়া এলাকার ওই বিদ্যালয়ের পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়।

উদ্ধার লাশ সদর উপজেলা মহিনন্দন ইউনিয়ন গাংগাইল এলাকার আহাম্মদের ছেলে বাচ্চু মিয়ার (৫৫) বলে জানিয়েছে পুলিশ। তিনি শহরের গৌরাঙ্গ বাজারে নৈশপ্রহরীর কাজ করতেন এবং ওই বিদ্যালয়ের পাশেই দুই মেয়ে ও এক ছেলে নিয়ে ভাড়া বাসায় থাকতেন।

কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মনোতোষ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দুপুর ১২টার দিকে পুলিশ খবর পায় যে শহরের নগুয়া হাসমত উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পুকুরে একটি লাশ ভেসে রয়েছে। তাৎক্ষণিক লাশটি পুকুর থেকে উদ্ধার করা হয় এবং লাশের পরিচয় শনাক্ত হয়।

মনোতোষ বিশ্বাস জানান, পরিবারের লোকজন জানিয়েছে যে তিনি ক্যান্সারে আক্রান্ত। শরীরে জ্বালাপোড়ার কারণে তিনি বেশি পানি ব্যবহার করতেন। ধারণা করা হচ্ছে, শরীরে পানি দেয়ার জন্য তিনি বিদ্যালয়ের পুকুরে এসেছিলেন। গত ৮ তারিখ রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন।


আরো সংবাদ



premium cement