১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গজারিয়ায় সড়কের পাশ থেকে লাশ উদ্ধার

- ছবি : প্রতীকী

মুন্সীগঞ্জের গজারিয়ায় সড়কের পাশ থেকে এক যুবকের (২৮) লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ভবেরচর ইউনিয়নের শ্রীনগর ঢালী বাড়ি-সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তার পরিচয় জানা যায়নি।

ওই যুবকের শারীরিক অবস্থা এবং পরনের জামা কাপড় দেখে পুলিশের ধারণা, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

এছাড়াও তার গায়ের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন থাকায় কোনো গাড়ির ধাক্কায় তিনি মারা গেছেন বলেও তারা ধারণা করছে।

স্থানীয় কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ভবেরচর বাসস্ট্যান্ড থেকে গজারিয়া উপজেলা পরিষদগামী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক একেএম শামসুল হুদা সড়কের ভবেরচর ইউনিয়নের শ্রীনগর ঢালী বাড়ি-সংলগ্ন এলাকায় রাস্তার পাশে একটি লাশ পড়ে থাকতে দেখেন তারা। বিষয়টি তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে জানানো হলে তারা এসে লাশটি উদ্ধার করে।

ভবেরচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য জাকির হোসেন বলেন, ‘লোকটি খুব সম্ভবত মানসিক ভারসাম্যহীন। আজ সকাল ৭টায়ও তাকে এলাকায় ঘোরাফেরা করতে দেখেছিল স্থানীয়রা। তারপর সাড়ে ৭টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, নিহতের মাথা, পা, কানসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। আমরা ধরণা করছি, সড়কটিতে চলাচলকারী কোনো যানবাহনের ধাক্কায় তিনি নিহত হয়েছেন।’

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রাজিব খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিচয় এখনো জানা যায়নি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। বিস্তারিত পরে জানাতে পারবো।


আরো সংবাদ



premium cement