ফরিদপুরে এমপি নিক্সন চৌধূরীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ
- এ টি এম ফরহাদ নান্নু, ভাঙ্গা (ফরিদপুর)
- ০৮ জুন ২০২৪, ২১:৫৯
গত ১ জুন ফরিদপুর প্রেসক্লাবে সামনে ফরিদপুরের অম্বিকাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম নিলু ফরিদপুর-৪ আসনের মাননীয় সাংসদ মুজিবুর রহমান নিক্সন চৌধূরীকে উদ্যেশ্যে করে কুরুচিপূর্ণ বক্তব্যে দেন।
শনিবার (৮ জুন) নিলুর এই কুরুচিপূর্ণ বক্তব্যে দেয়ার প্রতিবাদে ভাঙ্গায় সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করে ভাঙ্গা নিক্সন চৌধূরী সমর্থকরা।
এ ছাড়া শনিবার সন্ধ্যায় ভাঙ্গা উপজেলা পরিষদ হলরুমে এ সংবাদ সন্মেলন শেষে এক বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলার সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।
বক্তব্যে রাখেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো: শাহাদাত হোসেন, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যন এস এম হাবিবুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের ভাঙ্গা উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মো: ফাইজুর রহমান, নব নির্বাচিত ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো: কাওছার ভুইয়া, যুবলীগ নেতা বাবু, ভাঙ্গা পৌর কমিশনার মো: আইয়ুব আলী, সাবেক কমিশনার ওমর ফারুক হবি, ছাত্রলীগনেতা আশিকপ্রমুখ।
সংবাদ সন্মেলনে বক্তারা আগামী এক সপ্তাহের মধ্যে সাইফুল ইসলাম নিলুকে তার এই কুরুচিপূর্ণ বক্তব্যে প্রত্যাহার করে নেয়ার আহব্বান জানান, অন্যথায় সাইফুল ইসলাম নিলুর বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে বলে হুঁসিয়ার করে দেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা