১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পাকুন্দিয়ায় বাসচাপায় শিশু নিহত

পাকুন্দিয়ায় বাসচাপায় শিশু নিহত - প্রতীকী ছবি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাসচাপায় দিয়া মনি নামে এক শিশু নিহত হয়েছে।

শনিবার (৮ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

দিয়া মনির মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন তার সাথে থাকা মামা মো: শামীম মিয়া।

দিয়া মনি উপজেলার মির্জাপুর গ্রামের বজলুল হকের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির সামনে মির্জাপুর বাইপাস মোড়ের দোকান থেকে ফেরার পথে কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বেপরোয়া গতির একটি বাস তাকে চাপা দেয়। এতে মাথায় গুরুতর জখম হন দিয়া মনি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মুমূর্ষ অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং সবশেষ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে ঢাকা বিমানবন্দর এলাকায় পৌঁছলে মারা যায় দিয়া মনি। ঘাতক বাসটি দুর্ঘটনার পরপরই দ্রুতগতিতে চলে যায়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু বলেন, ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।


আরো সংবাদ



premium cement