১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

টাঙ্গাইলে বিস্ফোরণে লণ্ডভণ্ড আওয়ামী লীগ কার্যালয়

- ছবি : নয়া দিগন্ত

টাঙ্গাইলে তিতাস গ্যাসের পাইপ ফেটে বিস্ফোরণ হয়ে লণ্ডভণ্ড হয়ে গেছে জেলা আওয়ামী লীগের কার্যালয়।

বুধবার মধ্যরাতে শহরের মেইন রোডে অবস্থিত কার্যালয়ে এ ঘটনা ঘটে।

দলীয় সূত্রে জানা গেছে, শহরের মেইন রোডে অবস্থিত এ কার্যালয়ের এসি, কম্পিউটার, ফ্যানসহ বেশিভাগ আসবাবপত্র নষ্ট হয়ে গেছে। এতে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ আলম জানান, শহরের মেইন রোডে রাস্তা ও ড্রেনের কাজ চলমান রয়েছে। ঠিকাদারের অসচেতনার কারণে তিতাস গ্যাসের সঞ্চালন লাইনের প্রধান পাইপ ফেটে গ্যাস মেইন রোডে ছড়িয়ে পড়ে। গ্যাস প্রচণ্ড বেগে আওয়ামী লীগ অফিসের দরজার নিচ দিয়ে ভিতরে প্রবেশ করে। একপর্যায়ে গ্যাসের চাপে পাঁচটি এসি, ১৬টি ফ্যান, দু’টি কম্পিউটার, চেয়ার-টেবিল ও আলমারিসহ বেশিভাগ মালামাল নষ্ট হয়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

তিনি আরো বলেন, এর দায় সংশ্লিষ্ট ঠিকাদারকেই নিতে হবে।

টাঙ্গাইল সড়ক ও জনপথ অধিদফতরের উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল মোমেন বলেন, গ্যাস বিস্ফোরণের ঘটনায় ঠিকাদারের ত্রুটি আছে কি না সেটা তদন্ত হবে। ত্রুটি পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

টাঙ্গাইল তিতাস গ্যাসের ম্যানেজার প্রকৌশলী খোরশেদ আলম বলেন, গ্যাস লাইনের ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিস এবং আমাদের টিম গিয়ে লাইন বন্ধ করে দেয়। এ বিষয়ে ডিসি অফিস থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


আরো সংবাদ



premium cement