রাজধানীতে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলীসহ নিহত ২
- নয়া দিগন্ত অনলাইন
- ০৫ জুন ২০২৪, ১১:৪৮
রাজধানীর উত্তরা ও যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মো: শাহজাদা (৪৭) প্রকৌশলীসহ দু’জন নিহত হয়েছে।
তারা হলেন মো: শাহজাদা (৪৭) ও অজ্ঞাত যুবক। মো: শাহজাদা (৪৭) একটি আইটি ফার্মের প্রকৌশলী ছিলেন।
মঙ্গলবার রাত সাড়ে ৯টা ও রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
শাহজাদার সহকর্মী রাফাতুজ জামান জানান, মোহাম্মদপুর এলাকায় থাকতেন শাহজাদা। তিনি ইকোলোজিকস নামে একটি আইটি ফার্মে চাকরি করতেন। রাত ১০টার দিকে তিনি বাসায় ফেরার উদ্দেশ্যে উত্তরা তিন নম্বর সেক্টরে রাস্তা পার হচ্ছিলেন। তখন দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক রাত ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
কদমতলী থানার এসআই সাইফুল ইসলাম জানান, রাত সাড়ে ৯টার দিকে মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনের রাস্তায় মোটরসাইকেল আরোহী যুবককে ধাক্কা দেয় একটি কাভার্ডভ্যান। এতে মোটরাইকেল চালক গুরুতর আহত হন। তখন পুলিশ ও উপস্থিত লোকজন গিয়ে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান। সেখানেই তার মৃত্যু হয়। আনুমানিক ৩৫ বছর বয়সী ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। দুর্ঘটনায় দায়ী কাভার্ডভ্যানটি জব্দ এবং চালককে আটক করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা