১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ফরিদপুরে ১১২৪ বোতল ফেনসিডিলসহ গ্রেফতারদের যাবজ্জীবন

ফরিদপুরে ১১২৪ বোতল ফেনসিডিলসহ গ্রেফতারদের যাবজ্জীবন - ছবি : নয়া দিগন্ত

ফরিদপুরে ফেনসিডিলসহ গ্রেফতার হওয়া এক নারীসহ তিন মাদককারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসাথে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

রোববার (২ জুন) দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা কাঠগড়ায় হাজির ছিলেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন সাতক্ষীরার পাথরঘাটার মরহুম ওহিদুর রহমানের ছেলে মোশারফ হোসেন (৫২), যশোরের রবীন্দ্রনাথ সড়কের মো: সাঈদ হোসেন কালুর ছেলে জাহিদ হোসেন সুমন (২৬) ও শহরের পূর্ব খাবাসপুরের সেলিম শেখের স্ত্রী রিংকি বেগম (২৭)।

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১ আগস্ট রাত ১টার দিকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে থেকে তাদের আটক করা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিকদল অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি পিকআপ থেকে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে এক হাজার ১২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‌্যাবের ফরিদপুর ক্যাম্পের ডিএডি মোসলেম উদ্দিনয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেন।

রায়ের সত্যতা নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট নবাব আলী মৃধা বলেন, আসামিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬ (১) সারনির ১৪ (গ) ধারায় প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো তিন মাসের করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।


আরো সংবাদ



premium cement