আশুলিয়ায় হোরোইন ও ফেনসিডিলসহ আটক ৩
- আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা
- ০২ জুন ২০২৪, ১৬:৩৯
ঢাকার আশুলিয়ায় পৃথক দু’টি অভিযানে ৩৩ লাখ টাকা মূল্যের ৩২৯ গ্রাম হেরোইন ও ২৬০ বোতল ফেনসিডিলসহ তিন মাদককারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)।
রোববার (২ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে সিপিসি-২, র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান তথ্য জানান। এর আগে, শনিবার দুপুরে আশুলিয়ার মোজারমিল বাসস্ট্যান্ড এলাকা থেকে হেরোইনসহ একজন ও রাতে আশুলিয়ার শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ফেনসিডিলসহ দু’জনকে আটক করা হয়।
আটকরা হলেন ঠাকুরগাঁও জেলার আজগর আলী (৩৬), রংপুর জেলার আমল চন্দ্র বিশ্বাস (৩৭) ও রাজশাহী জেলার মো: তরিকুল (৫৪)। এদের মধ্যে তরিকুল হিরোইনসহ আটক হন।
সিপিসি-২, র্যাব-৪-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান জানান, আটক আসামিরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য হেরোইন ও ফেনসিডিল সংগ্রহ করে ঢাকা জেলার আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদককারবারিদের কাছে বিক্রয় করে আসছিল।
আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা