১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আড়াইহাজারে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আড়াইহাজারে পানিতে ডুবে শিশুর মৃত্যু - প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পানিতে ডুবে নাজমুল (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সদর পৌরসভার ঝাউগড়া গ্রামে এই ঘটনা ঘটে।

শিশু নাজমুল ওই গ্রামের আয়নালের ছেলে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ঘটনার সময় শিশুটি বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। এই সময় সকলের অজান্তে সে পানিতে ডুবে যায়। অনেকক্ষণ পর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান উল্লাহ জানান, কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।


আরো সংবাদ



premium cement