গাজীপুর আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের সংখ্যাগরিষ্ঠতা
সভাপতি রফিক, সম্পাদক সিরাজুল- গাজীপুর মহানগর প্রতিনিধি
- ৩১ মে ২০২৪, ২০:০৯
জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেল সংখ্যাগরিষ্ঠ পদে জয়লাভ করেছে।
নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত নীল প্যানেল থেকে সাধারণ সম্পাদকসহ ১২টি পদে এবং বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সাদা প্যানেল থেকে সভাপতিসহ ১০টি পদে নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (৩১ মে) দুপুরে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার মো: আছলাম হোসেন। এর আগে বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে বিজয়ীরা হলেন সভাপতি রফিক উদ্দিন আহমেদ, সহ-সভাপতি হাসিনা আক্তার জাহান (বিথী) ও মোহাম্মদ দিনেমার ইসলা, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো: কামরুল হাসান, কোষাধ্যক্ষ মো: রাশেদ খান সোহেল, লাইব্রেরি সম্পাদক মো: সবুজ মিয়া, অডিটর মো: আল আমিন হোসেন, সাংস্কৃতিক সম্পাদক ওসমান গনি টিটু, ক্রীড়া সম্পাদক বেনজীর আহম্মেদ, মহিলা সম্পাদিকা জিনাত ফেরদৌস রত্না।
নির্বাচিত সদস্যরা হলেন কামরুল হাসান নাজমুল, মাসুদুর রহমান ভূইয়া মাসুদ, আব্দুল্লাহ আল মামুন, আল আমিন, মো: লুৎফর রহমান প্রধান, আশিক ইবনে মানিক নাবিল, রেবেকা সুলতানা, মো: সোহেল রানা, মো: রফিকুল ইসলাম রফিক, সেলিনা ইয়াসমিন ও শেখ নাহিদ ফারহানা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা