১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অতিরিক্ত লোডশেডিংয়ে আশুলিয়ায় বিদ্যুৎ অফিস ঘেরাও

অতিরিক্ত লোডশেডিংয়ে আশুলিয়ায় বিদ্যুৎ অফিস ঘেরাও - ছবি : নয়া দিগন্ত

লোডশেডিং বন্ধের দাবি জানিয়ে আশুলিয়ার ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-১-এর আওতাধীন জামগড়া জোনাল অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছে সেবা গ্রহীতারা।

বুধবার (২৯ মে) দুপুরে জামগড়া বেরন এলাকার পল্লীবিদ্যুৎ সমিতি-১-এর জামগড়া জোনাল অফিস ঘেরাও করে ইয়ারপুর ইউনিয়নের ১ ও ৬ নম্বর ওয়ার্ডের সেবা গ্রহীতারা।

ভুক্তভোগীরা জানান, গত মাস থেকে জামগড়াসহ বিভিন্ন এলাকায় অসহনীয় লোডশেডিংয়ের কারণে জনজীবন অতিষ্ট হয়ে পরেছে। আবহাওয়া পরিস্থিতি অনুকূলে থাকলেও গত তিন দিন ধরে লোডশেডিংয়ের মাত্রা আরো বেড়ে গেছে। এতে ভোগান্তিতে পরেছে দুই ওয়ার্ডের হাজার হাজার মানুষ। টানা ৩৫ ঘণ্টা লোডশেডিংয়ে পানি সঙ্কটে পরেছে স্থানীয়রা। পল্লীবিদ্যুৎ অফিসে অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি। তাই বাধ্য হয়ে পল্লিবিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ করে স্থানীয়রা।

ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-১-এর আওতাধীন জামগড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার লাবিবুল বাশার মোহাম্মদ আলী বলেন, ‘আসলে এটা অফিস ঘেরাও না, লোডশেডিং হওয়ায় স্থানীয় কিছু লোকজন এসছিল অভিযোগ জানাতে। তারা আমার অফিসেই এসেছিল। তাদেরকে বুঝিয়েছি, বুঝে চলেও গেছেন।’

তিনি জানান, ‘লিখিত অভিযোগ দিতে বলেছিলাম তারা দেয়নি। এছাড়া জাতীয় গ্রিডে থেকে লোডশেডিং বন্ধ হলেই এখানকার সমস্যাও সমাধান হবে।

ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-১-এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো: মাশফিকুল হাসান মোবাইলে জানান, কোনো অফিস ঘেরাও হয়নি। কিছু লোকজন গিয়েছিল বিদ্যুৎতের দাবি জানিয়ে। আর এটা কোনো লোডশেডিং না, প্রাকৃতিক দুর্যোগের কারণে বিদ্যুৎ ছিল না। পরে তাদের বুঝানো হয়েছে, এরপর চলে গেছেন।


আরো সংবাদ



premium cement

সকল