১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ডেমরায় মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন, খুনি গ্রেফতার

ডেমরায় মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন, খুনি গ্রেফতার - ছবি : নয়া দিগন্ত

রাজধানীর ডেমরায় মোবাইল কেনার টাকা না দেয়ায় বাবাকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় পলাতক খুনি বিষ্ণ সরকারকে ((৪০) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ মে) রাত সাড়ে ৭টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন মদনপুর এলাকা থেকে তথ্য প্রযুক্তি ও পুলিশের গোয়েন্দা নজরদারির মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। এর আগে সোমবার সকাল সোয়া ১০টার দিকে স্টাফ কোয়াটার সংলগ্ন দেইল্লা পশ্চিম পাড়া এলাকায় এ খুনের ঘটনা ঘটে।

নিহত উমেশ ওই এলাকার পরলোকগত হরিপদ বাড়ৈয়ের ছেলে।

জানা যায়, ঘটনার দিন রাতে বিষ্ণের বিরুদ্ধে মামলা করেন তার মা গীতা রানী সরকার। এর আগে বুকের বাম পাশে ছুরিকাঘাতের পর বাবা উমেশ চন্দ্র সরকারকে (৬৫) তার ভাতিজা লিটন ও স্বজনরা ঢাকা মেডিক্যালে নিলে দায়িত্বরত মৃত ঘোষণা করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জহিরুল ইসলাম।

উল্লেখ্য, গত সোমবার সকালে মাদকাসক্ত বিষ্ণ মোবাইল কেনার জন্য বাবার কাছে ১০ হাজার টাকা দাবি করেন। এ সময় টাকা দিতে অস্বীকার করায় তাদের তুমুল বাগবিতণ্ডার একপর্যায়ে বিষ্ণ তার বাবাকে ছুরিকাঘাত করে। বিষ্ণ দ্বিতীয় বিয়ের জন্যও উমেশকে দীর্ঘদিন ধরে চাপ প্রয়োগ করে আসছিলেন। পাশাপাশি মাদকের টাকার জন্য বিষ্ণ প্রায়ই তার মা বাবাকে মারধর করত। এ দিকে বখাটে বিষ্ণের যন্ত্রণা সইতে না পেরে গত আট বছর আগে তার স্ত্রী বিষপানে আত্মহত্যা করেন। আকাশ সরকার নামে বিষ্ণের ১৩ বছরের এক ছেলে ও নয় বছরের একটি মেয়ে রয়েছে।


আরো সংবাদ



premium cement