অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার পরিবর্তিত সময়সূচি ঘোষণা
- মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর
- ২৮ মে ২০২৪, ২২:৩৩
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার স্থগিতকৃত ২৬ মে তারিখের পরীক্ষা এবং ৫ জুন ও ২৭ জুন তারিখের পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময়সূচি ঘোষণা করা হয়েছে। ২৬ মে তারিখের পরীক্ষা ২৭ জুন, ৫ জুন তারিখের পরীক্ষা ৬ জুন এবং ২৭ জুন তারিখের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৯ জুন তারিখ।
গত ১৮ এপ্রিল তারিখে প্রকাশিত পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তির অন্যান্য তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত অথবা যেকোনো তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd) অনুসরণ করার জন্য আহ্বান করা হলো। ওয়েবসাইট ব্যতীত অন্য কোনো সূত্র থেকে প্রাপ্ত তথ্যের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এ বিষয়ে সকলকে সজাগ দৃষ্টি রাখার জন্য অনুরোধ করা হল।
মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মো: আতাউর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা