১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভাঙ্গায় খাদ্য কর্মকর্তার ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল

ভাঙ্গায় খাদ্য কর্মকর্তার ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল - ছবি : সংগৃহীত

খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারদের থেকে ভাঙ্গা উপজেলা খাদ্য কর্মকর্তা তরিকুল ইসলামের প্রকাশ্যে ঘুষ নেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

মঙ্গলবার (২১ মে) দুপুরে দুই মিনিট ২৭ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে।

ভিডিও সূত্রে জানা যায়, উপজেলার আলগি ইউনিয়নের খাদ্যবান্ধব ডিলার মো: আসাদুজ্জামান ও ঘারুয়া ইউনিয়নের আবুল বাশার মিয়ার থেকে ১০ হাজার টাকা ঘুষ নিচ্ছেন উপজেলার খাদ্য কর্মকর্তা তরিকুল ইসলাম। এ সময় এক ডিলারকে বলতে শোনা যায়, ‘স্যার যে কয়বার যাওয়া লাগে আপনি যাইয়েন, কোনো লোক পাঠাইয়েন না। আপনি একটা অকথা বললেও আমাদের সহ্য হবে কারণ আপনাদের দফতর। আপনি দুইটা এক খারাপ কথা বইলেন অন্যকে দিয়ে বলাইয়েন না।’

পাশের থেকে আরেকজন বলেন, ‘স্যার যা বলার আপনি বলে দিয়েন। আপনার ডিলাররা কোনো অনিয়ম করে না।’

অপরদিকে ভিডিওতে দেখা যায় ফুড অফিস সহকারী দু’জন ডিলারদের কাছ থেকে প্রতি চাহিদাপত্রের বিনিময়ে তিনশত করে এবং প্রতিটন মালের জন্য দু’শত করে প্রকাশ্যে ঘুষ নিচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কিছু ডিলার জানান, ‘প্রতি বস্থায় আগে দুই থেকে তিন কেজি চাল কম দিত ফুড অফিসার। পরে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার নলেজে এটা আশার পর এখন বস্থায় চাল ঠিক রেখে প্রতি বস্তায় দুই কেজি হারে কম রেখে মোট চাউল রেখে দেয়। এতে আমাদের দেখা যাচ্ছে এক হাজার বস্তা চাউলের বিপরীতে দুই হাজার কেজি চাউল কম দিচ্ছে।’

এ বিষয়ে খাদ্যবান্ধব ডিলার আবুল বাসার মিয়া জানান, ‘খাদ্য কর্মকর্তা স্যারের সাথে আমাদের কোনো লেনদেন নাই, আমরা খাদ্যবান্ধব ডিলার রাজ্জাক স্যারের সাথে লেনদেন করি। অনেক সময় টিসিবির মালের টাকা অনেক সময় তার কাছে জমা রাখি। কিন্তু তরিকুল স্যারের কাছে কোনো টাকা লেনদেন করি নাই, এটা আমার মনে পড়ে না।,

ডিলার আসাদুজ্জামানের সাথে কথা হলে তিনি জানান,‘এ বিষয় আমার কিছু জানা নেই, তবে লোকমুখে ভিডিও ভাইরাল হওয়ার কথা শুনেছি।,


এদিকে খাদ্য কর্মকর্তা তরিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, যে ভিডিও দেখেছেন বাস্তবে তা না। তবে আপনার সাথে সামনাসামনি বসে কথা বলতে চাচ্ছি। বারবার তিনি অনুরোধ করতে থাকেন। দেখা করে সব তথ্য দেয়ার কথা বলে মোবাইল কেটে দেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ২ মিনিট ২৭ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পরায় চায়ের দোকানসহ বিভিন্ন মহলে সমালোচনার ঝড় বইছে।

ভিডিও ভাইরালের বিষয়ে জানতে চাইলে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বি.এম কুদরত-এ-খুদা বলেন,‘এখনো আমি ভিডিওটি দেখি নাই। যদি এমন ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।’


আরো সংবাদ



premium cement
ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চায় জামায়াত : রেজাউল করিম টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে চান সৌম্য ইসরাইল-ফিলিস্তিন সংকটে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানে সমর্থন ইতালির আবাহনীকে হারিয়ে শীর্ষে মোহামেডান ভারতকে ‘অসহযোগী’ দেশ ঘোষণা যুক্তরাষ্ট্রের ট্রাফিক আইন লঙ্ঘন : ডিএমপিতে ২ দিনে ১৭৯৯ মামলা কোরআনের সমাজ প্রতিষ্ঠায় আমরা কাজ করে যাচ্ছি : নূরুল ইসলাম বুলবুল বিআরটি করিডোরে বিআরটিসির এসি বাস সার্ভিস চালু হচ্ছে রোববার বাংলাদেশে বিজেপির হিন্দুত্ববাদের বিকাশ ঘটছে! আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে আমির দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাই একসাথে কাজ করব : আব্দুল হালিম

সকল