সাভারে ভাইস চেয়ারম্যান পদে ইমতিয়াজ ও মনিকা আক্তার নির্বাচিত
- সাভার (ঢাকা) সংবাদদাতা
- ২২ মে ২০২৪, ১২:২৫
সাভার উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মো: ইমতিয়াজ উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে মনিকা আক্তার নির্বাচিত হয়েছেন।
৬ষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের সাভার উপজেলা পরিষদ নির্বাচনে শুধু ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। চেয়ারম্যান পদে সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব দ্বিতীয়বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সাভারে ভাইস চেয়ারম্যান পদে ভোট পড়েছে মাত্র ৫ দশমিক ১৪ শতাংশ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ দশমিক ০৮ শতাংশ।
মঙ্গলবার রাত ১১টা ৫৯ মিনিটে ভোট গণনা শেষে এ তথ্য নিশ্চিত করেন সাভার উপজেলা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ।