গাজীপুরে স্থানীয়দের হামলায় পল্লী বিদুতের ৫ কর্মী আহত
- মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর
- ২১ মে ২০২৪, ২২:৫৬
গাজীপুরে বিদ্যুতের স্মার্ট প্রি-পেইড মিটার স্থাপন করতে গিয়ে স্থানীয় যুবকদের হামলায় আহত হয়েছেন গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর পাঁচ কর্মী।
মঙ্গলবার (২১ মে) মহানগরীর সদর থানার মারিয়ালী কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ছায়াবিথী জোনাল অফিসের ডিজিএম আহমদ শাহ আল জাবের জানান, বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে গাজীপুরে বিদ্যুতের স্মার্ট মিটার স্থাপনের কাজ চলমান রয়েছে। গাজীপুর পবিস-১-এর আওতায় সমিতির ১২ জন কর্মকর্তা-কর্মচারী মঙ্গলবার দুপুরে ওই মিটার স্থাপনের জন্য মহানগরীর সদর থানাধীন মারিয়ালী কলাবাগান এলাকায় যান।
তারা মিটার স্থাপনের সময় স্থানীয় ১৫-১৬ জন যুবক রড, বাঁশ, বেলচাসহ দেশীয় অস্ত্র নিয়ে সেখানে এসে বাধা দেয় এবং বেধড়ক মারধর করে। এতে পাঁচজন কর্মী মনির (৩৫), নাঈম (২৪), সুমন (১৮), সজিব (২৪) ও মেহেদী হাসান আহত হয়। তাদেরকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে গাজীপুরে বিদ্যুতের ৪১ হাজার স্মার্ট প্রি-পেইড মিটার স্থাপন করা হচ্ছে। এরমধ্যে প্রথম ধাপে গত ১০ এপ্রিল হতে গাজীপুর সিটি কর্পোরেশনের সদর থানা এলাকায় স্মার্ট প্রি-পেইড মিটার স্থাপনের কাজ শুরু করেছে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা