আশুলিয়ায় নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার
- আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা
- ২০ মে ২০২৪, ২০:১২
ঢাকার আশুলিয়ায় গৃহবধূ মনি বেগম (২৬) ও তার স্বামী রহুল আমীন হাওলাদার (৩২) নামের এক কাপড় ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছেন পুলিশ।
সোমবার (২০ মে) বিকেলে আশুলিয়ার ইউসুফ মার্কেট এলাকার ফজলুর রহমানের ভাড়া বাসা থেকে এ লাশ উদ্ধার করা হয়।
মনি আকতার বরগুনা জেলার আমতলী থানার ছোবহান মৃধার মেয়ে। অন্যদিকে রুহুল আমীন পটুয়াখালী সদরের কড়িপাইকা গ্রামের মৃত হাকিম হাওলাদের ছেলে।
নিহতের পাশের রুমের ভাড়াটিয়া জানায়, স্বামী-স্ত্রীর ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় বেলা ১১টার দিকে তাদের গেটের সামনে গিয়ে ডাক দেই। কোনো শাড়াশব্দ না পেয়ে বারান্দার গেট থেকে উঁকি দিয়ে দেখি দরজা খোলা। বিছানায় মনির লাশ পড়ে আছে দেখা যায়। পরে মেইন গেট খুলে রাস্তায় গিয়ে দেখি দুই জানালার এক পাশ খোলা। এরপরে ওই জানালা থেকে উঁকি দিয়ে তার স্বামীকে গলায় আড়ার সাথে ওড়না প্যাচানো অবস্থায় দেখতে পাই। পরে লোকজনকে খবর দিলে তারা থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ নিয়ে যায়। স্বামী-স্ত্রীর মধ্যে আমরা কোনো পারিবারিক ঝামেলা দেখি নাই। এই মৃত্যু আমাদের কাছে রহস্যজনক বলে মনে হচ্ছে। তবে বাড়িওয়ালা এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবে।
এ বিষয়ে বাড়িওয়ালা মো: ফজলুল করীম ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো: মাসুদ আল-মামুন জানান, ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা