১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভৈরবে র‍্যাবের হাতে আটকের পর নারীর মৃত্যু

- ছবি : প্রতীকী

কিশোরগঞ্জে ভৈরবে র‍্যাবের হাতে আটকের পর সুরাইয়া বেগম (৫২) নামে এক নারী আসামির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার সকাল ৭টায় তাকে ভৈরব স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে, বৃহস্পতিবার রাতে তাকে ময়মনসিংহের নান্দাইল থানার সামনে থেকে আটক করে ভৈরব র‌্যাব ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

সুরাইয়া ময়মনসিংহের নান্দাইল উপজেলার রুকনকান্দি গ্রামের আজিজুল হকের স্ত্রী।

জানা গেছে, চলতি মাসের ২ তারিখে যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা ছেলের বউ রেখা আক্তারকে হত্যার অভিযোগে নিহতের মা রামিসা খাতুন স্বামী ও শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে নান্দাইল থানায় মামলা করেন।

আরো জানা গেছে, চলতি মাসের ১৩ তারিখে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বরুনাকান্দি গ্রামের যৌতুকের দাবিতে রেখা আক্তার নামের কয়েক মাসের অন্তঃসত্ত্বা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী তাইজুল ইসলাম, শাশুড়ি সুরাইয়া বেগম ও শ্বশুর আজিজুল হকের বিরুদ্ধে।

শুক্রবার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি সুরাইয়াকে নান্দাইল থেকে এবং ১ নম্বর আসামি তাইজুলকে ঢাকা থেকে আটক করে ভৈরব র‌্যাব ক্যাম্পে নিয়ে আসে। রাতে কোনো এক সময় সুরাইয়া বেগম অসুস্থ হয়ে পড়লে শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ব্যাপারে কোম্পানি কমান্ডার ফাহিম ফয়সাল বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো কথা বলতে পারছি না।


আরো সংবাদ



premium cement