১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শরীয়তপুরে বজ্রপাতে ২ নারীসহ ৩ জনের মৃত্যু

শরীয়তপুরের জাজিরা ও ভেদরগঞ্জে বজ্রপাতে ২ নারীসহ ৩ জনের মৃত্যু - ছবি : নয়া দিগন্ত

শরীয়তপপুরের জাজিরা ও ভেদরগঞ্জে বজ্রপাতে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে।

সোমবার (৬ মে) বিকেলে ঝড়বৃষ্টির সময় কাজ করতে গিয়ে বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের পাইনপাড়া গ্রামের আলতু মাঝির মেয়ে আমেনা বেগম (৩০), নীলফামারী জেলার জলডাঙা উপজেলার তেলিপাড়া এলাকার গুণগ্রামের তহিবুর হোসেনের ছেলে আব্দুল হান্নান (২৭) ও ভেদরগঞ্জ উপজেলার সখিপপুর থানার চরসেনসাস ইউনিয়নের বেড়াচাক্কি গ্রামের নেছার উদ্দিন মাঝির স্ত্রী কুলসুম বেগম (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির মধ্যে মায়ের খোঁজ করতে গিয়ে শরীয়তপুরের জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের পাইনপাড়া এলাকার আহমেদ মাঝিকান্দি গ্রামের আলতু মাঝির মেয়ে আমেনা বেগম বজ্রপাতে মারা যায়। বিষয়টি পদ্মা দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরীফুল আলম নিশ্চিত করেন।

এদিকে একই উপজেলার কুন্ডেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন বেপারী জানান, কুন্ডেরচর ইউনিয়নের বাবুরচরের একটি আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ করতে গিয়ে নিলফামারী জেলার জলডাঙা উপজেলার তেলিপাড়া এলাকার আব্দুল হান্নান নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

এছাড়া শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরসেনসাস ইউনিয়নের বেড়াচাক্কি গ্রামে স্বামী নেছার উদ্দিন মাঝির জন্য সয়াবিন ক্ষেতে দুপুরের খাবার দিতে গিয়ে বজ্রপাতের আঘাতে কুলসুম বেগম নামে এক নারীর মৃত্যু হয়। চরসেনসাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি এম আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।


আরো সংবাদ



premium cement