সখীপুরে ৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ
- সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
- ৩০ এপ্রিল ২০২৪, ১৩:৩৬
টাঙ্গাইলের সখীপুরে কৃষি সম্প্রসারণ অধিদফতরের পক্ষ থেকে ক্ষুদ্র ও প্রান্তিক ৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে পাঁচ কেজি আউশধানের বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।
জানা গেছে, পাঁচ কেজি আউশধানের বীজ প্রায় এক বিঘা জমিতে রোপন করতে পারবেন কৃষকরা।
মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ প্রণোদনা বিতরণ করা হয়।
ইসমত আরা খাতুনের সঞ্চালনায় এ অনুষ্ঠানের সভাপতি ছিলেন সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেন পাটোয়ারী এবং প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সখীপুর পৌরসভার মেয়র আবু হানিফ আজাদ।
এছাড়া অন্যান্যদের মধ্যে ছিলেন উপজেলা মৎস্য অফিসার সমীরণ কুমার সাহা ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তা মাহমুদুল হাসান প্রমুখ।
এ সময় আউশধান রোপনের সুফল ও পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন সখীপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তা নিয়ন্তা বর্মন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা