সখীপুরে ছাগল চুরির মামলায় মা-ছেলে কারাগারে
- সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
- ২৬ এপ্রিল ২০২৪, ২০:৪৮
টাঙ্গাইলের সখীপুরে অভিনব কায়দায় কয়েক গ্রাম থেকে ছাগল চুরির অপরাধে মা-ছেলেসহ তাদের সহযোগীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে মাওনা থেকে মা-ছেলে ও তার মামাকে নিয়ে একটি ভাড়া করা সিএনজি নিয়ে মাঠের ফাঁকা জায়গা থেকে বকনা ছাগল চুরি করে।
আটক আসামিরা সিরাজগঞ্জের সায়েদাবাদ এলাকার জয়নাল আবেদীনের স্ত্রী শাহিদা আক্তার (৫৫), তার ছেলে রাসেল (৩০) ও একই এলাকার জয়নালের শ্যালক মো: দুলাল হোসেন রনি (৩৫)। উচ্চশিক্ষিত রনি বেসরকারি একটি কোম্পানিতে কর্মরত রয়েছেন।
পরে সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের গোহাইলবাড়ী গ্রামের আমির উদ্দিন কলেজের মাঠে ঘাস খাওয়ার সময় উন্নত জাতের একটি (খাসি) সিএনজি তোলার সময় স্থানীয় লোকজন সন্দেহজনকভাবে তাদেরকে পাকড়াও করে ধরে ফেলে।
স্থানীয় জনপ্রতিনিধি পুলিশে খবর দিলে পুলিশ এসে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।
বহেড়াতৈল ইউনিয়নের ইউপি সদস্য বছিরদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, মা-ছেলের নামে একাধিক মামলা রয়েছে। তিনি আরো জানান, আইনি প্রক্রিয়া শেষে আসামিদের কারাগারে আদালতে পাঠানো হয়েছে।