১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রুমায় অপহৃত সোনালী ব্যাংকের সেই ম্যানেজারকে চট্টগ্রামে বদলি

রুমায় অপহৃত সোনালী ব্যাংকের সেই ম্যানেজারকে চট্টগ্রামে বদলি - সংগৃহীত

কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প্রধান নাথান বমের স্ত্রীর পর এবার বান্দরবানের রুমা শাখার সোনালী ব্যাংকের আলোচিত ম্যানেজার নেজাম উদ্দীনকে বদলি করা হয়েছে। অপহরণের পর তার মানসিক অবস্থা এবং নিরাপত্তাজনিত কারণে তাকে চট্টগ্রামের কর্ণফুলী শাখায় বদলি করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার এই বদলির আদেশ রুমায় পাঠানো হয়। রুমা সোনালী ব্যাংকের ম্যানেজারের দায়িত্ব দেয়া হয়েছে জেলার আলীকদম শাখার ম্যানেজার বীরেন ত্রিপুরাকে।

সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার মো: মুসা খান এ তথ্য নিশ্চিত করেন।

গত ২ এপ্রিল কেএনএফের সশস্ত্র সদস্যরা রুমা সোনালী ব্যাংকে হামলা চালিয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও আনসার সদস্যের ১৪টি অস্ত্র ও গোলাবারুদ লুট করে। ওই সময় ব্যাংকের ভল্ট খুলতে না পেরে শাখা ম্যানেজার নেজাম উদ্দীনকে অপহরণ করে তারা। তার মুক্তিপণ বাবদ সন্ত্রাসীরা ২০ লাখ টাকা দাবি করে। অপহরণের ৪৮ ঘণ্টা পর ব্যাথেলপাড়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

অন্যদিকে রুমা ও থানচি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংকের তিনটি শাখায় কেএনএফের হামলা অস্ত্র ও টাকা লুটের ঘটনায় পর গত ৯ এপ্রিল কেএনএফ প্রধান নাথান বমের স্ত্রী ও সিনিয়র নার্স লালসমকিম বমকে রুমা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লালমনিরহাট হাসপাতালে বদলি করা হয়। তবে এখনো পর্যন্ত তিনি ওই হাসপাতালে যোগদান করেননি। তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে রুমা থানা পুলিশ জানিয়েছে।

রুমার এডেন পাড়ায় তিনি বসবাস করতেন। বর্তমানে সন্ত্রাসী তৎপরতা দমন ও কেএনএফ সদস্যদের গ্রেফতারে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান চলছে।


আরো সংবাদ



premium cement