১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আড়াইহাজারে ব্যাটারি কারখানায় আগুন

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস - ছবি : নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি এভারেজ ব্যাটারি তৈরির কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। এতে প্রায় আড়াই কোটি টাকার মালামালসহ যন্ত্রাংশ পুড়ে ছাই হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার সাতগ্রাম ইউনিয়নের বাগবাড়ী এলাকায় এমআর গ্রুপে এই ঘটনা ঘটে।

জানা গেছে, ওই এলাকায় অবস্থিত এভারেজ ব্যাটারি চায়না মালিকানাধীন কোম্পানিতে বিডি লিমিটেড ব্যাটারি পার্টস ও অন্যান্য যন্ত্রাংশে আগুন লাগে। তাৎক্ষণিক আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পরে মাধবদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে আগুন নিয়ন্ত্রণের কাজে কয়েকজন আহত হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ওসি আরো বলেন, মালিক পক্ষ থেকে জানানো হয়েছে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় আড়াই কোটি টাকা। তবে ফায়ার ফার্ভিসের তদন্তে প্রকৃত ক্ষতির পরিমাণ নিরূপণ করা যাবে।


আরো সংবাদ



premium cement