বিয়ের দাওয়াত খেয়ে ঘুরতে বের হয়ে লাশ হলেন স্বামী-স্ত্রী
- মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর
- ১৫ এপ্রিল ২০২৪, ২০:৫৩
গাজীপুরে বিয়ের দাওয়াত খেয়ে ঘুরে বেড়াতে গিয়ে বাসচাপায় এক দম্পতি নিহত হয়েছেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাইপাস বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
সোমবার নাওজোড় হাইওয়ে থানার ওসি শাহাদাত হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- গাজীপুরে কালিয়াকৈর উপজেলার বড়ইতলী গ্রামের মোজাম্মেল হকের ছেলে আসিফ মাহমুদ হৃদয় (২৬) এবং তার স্ত্রী তানজিম বকশি (২১)। নিহত তানজিম বকশি একই উপজেলার বলিয়াদি বকশিবাড়ির মৃত মুক্তা বকশিরের মেয়ে।
নিহতের স্বজনদের বরাত দিয়ে নাওজোড় হাইওয়ে থানার ওসি শাহাদাত হোসেন জানান, রোববার (১৪ এপ্রিল) দুপুরে ওই দম্পত্তি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুটিপাড়ায় তাদের এক আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াত খেতে যান। দাওয়াত খেয়ে তারা ঈদ আনন্দ উপভোগ করতে ঘুরতে বের হন। তারা বিনোদন কেন্দ্র ঘুরে বাসায় ফেরার পথে রাত সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর বাইপাস এলাকায় পৌঁছেন। এসময় টাঙ্গাইলগামী মাহি পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দম্পত্তি নিহত হন। গত ছয় মাস আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়।
তিনি আরো জানান, কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে দম্পত্তির লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ বাসটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা