১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অনশনে বসা সেই কলেজছাত্রীকে বিয়ে করলেন প্রেমিক

- ছবি - নয়া দিগন্ত

মানিকগঞ্জের সাটুরিয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন এক কলেজছাত্রী। এ নিয়ে সোমবার দৈনিক নয়া দিগন্তের অনলাইন সংস্করণে ‘সাটুরিয়ায় প্রেমিকের বাড়িতে অনশনে কলেজছাত্রী’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে মূহূর্তেই বিষয়টি আলোচিত হয়। এবং থানাপুলিশ, রাজনীতিবিদসহ স্থানীয় জনপ্রতিনিধিদের নজরে আসে।

সোমবার বিকেলে তাদের বিয়ের বিষয়টি ‘নয়া দিগন্ত’কে কাছে জানান বালিয়াটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন।

তিনি বলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পারিবারিকভাবে ১১ লাখ টাকা দেনমোহরে আজ দুপুরে তাদের বিয়ে হয়েছে।

এর আগে সোমবার সকালে ওই কলেজছাত্রী জানান, একই এলাকার হালিম মিয়ার ছেলে সোহেল রানার সাথে তার তিন বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সোহেল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তোলেন।

এরপর তার বাড়িতে অবস্থান নিলে সোহেল তাকে বিয়ে না করে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাচ্ছে।

তবে এ ব্যাপারে কথা বলার জন্য এই প্রতিবেদক প্রেমিক সোহেলের কাছে গেলে নিজেকে নির্দোষ দাবি করে তিনি বলেন, ওই মেয়ে আমার পূর্ব পরিচিত। ওই মেয়ে আমাকে বিপদে ফেলে বিয়ে করতে চাচ্ছে।

সোহলের ভগ্নিপতি বলেন, আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে সমাধান হয়ে যাবে।

এ ব্যাপারে সাটুরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালো নয়াদিগন্তকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাদের পরিবার থানায় লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরো সংবাদ



premium cement