সাভারে ছুরিকাঘাতে যুবক নিহত
- সাভার (ঢাকা) সংবাদদাতা
- ১৩ এপ্রিল ২০২৪, ১২:৪০, আপডেট: ১৩ এপ্রিল ২০২৪, ১২:৪৬
সাভার পৌর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে সাজ্জাদ হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার সকালে সাভার মডেল থানার ওসি (তদন্ত) আব্দুর রশিদ যুবক সাজ্জাদ হোসেন নিহতের সত্যতা নিশ্চিত করেন।
এর আগে, শুক্রবার রাত ১১টার দিকে বক্তারপুর কোটবাড়ি-আড়াপাড়া বালির মাঠে এ ঘটনা ঘটে।
সাজ্জাদ হোসেন রাজধানীর মোহাম্মদপুর থানার রায়েরবাজার ছাতা মসজিদ এলাকার শাহীন ওরফে নুরা মিয়ার ছেলে।
সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৯টার দিকে সাভার পৌরসভার বক্তারপুর কোটবাড়ি বালির মাঠে সাজ্জাদের পূর্ব পরিচিত জুয়েল, মাসুম, আলামিনসহ কয়েকজন আড্ডা দিচ্ছিল। ওই সময় তাদের পাশ দিয়ে রিকশাযোগে যাওয়ার পথে জালাল বাবুর্চির ছেলে আলামিন (২৫) ও রাব্বি ওরফে মুরগি রাব্বি (২২) তাদের দেখে জিজ্ঞেস করে তোরা কারা.? এ কথা বলার পর রিকশায় থাকা আলামিন ও রাব্বিকে নামিয়ে তল্লাশি চালিয়ে চর-থাপ্পড় মারা হয়।
সূত্রে আরো জানা গেছে, এ সময় ওই দু'জনের কাছে একটি ছুরি পাওয়া গেলে আলামিন ও রাব্বি ক্ষমা চেয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এর দেড় ঘণ্টা পর ওই এলাকার সারোয়ার ভাণ্ডারীর ছেলে স্বপনের (৩৫) নেতৃত্বে আবারো আলামিন ও রাব্বিসহ আরো ছয় থেকে সাতজন ঘটনাস্থলে আসে। এরপর কথা কাটাকাটির এক পর্যায়ে সাজ্জাদকে ছুরিকাঘাত করে তারা সবাই পালিয়ে যায়। পরে দ্রুত উদ্ধার করে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাজ্জাদের খালু নজরুল ইসলাম জানান, রাতে এলাকায় সাজ্জাদ ও তার বন্ধুরা আড্ডা দিচ্ছিল। এ সময় স্বপন গ্যাংয়ের দুই সদস্য রিকশায় করে যাওয়ার সময় সাজ্জাদ ও তার বন্ধুদের পরিচয় জানতে চায়। পরে তাদের সাথে কথা-কাটাকাটির এক পর্যায়ে ওই দুই সদস্যকে চড়থাপ্পড় মারে সাজ্জাদ ও তার বন্ধুরা। এর প্রায় দেড় ঘণ্টা পরে স্বপনসহ তার গ্যাংয়ের আরো সাত থেকে আটজন ঘটনাস্থলে এসে সাজ্জাদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আব্দুর রশিদ জানান, হত্যাকান্ডের সাথে জড়িতরা সাজ্জাদের পূর্ব পরিচিত।’
তিনি আরো জানান, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।’
ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা