১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পাকুন্দিয়ায় মোটরবাইকের সংঘর্ষে নিহত বেড়ে ৩

পাকুন্দিয়ায় মোটরবাইকের সংঘর্ষে নিহত বেড়ে ৩ - নয়া দিগন্ত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুই মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফাহিম (২০) নামে আরো এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এনিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে তিনে।

ফাহিম উপজেলার পোড়াবাড়িয়া গ্রামের আবু বাক্কারের ছেলে। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন।

শনিবার সকালে ফাহিমের চাচা মো.আসাদ মিয়া চিকিৎসাধীন অবস্থায় ফাহিমের মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার বিকেল ৬টার দিকে উপজেলার বরাটিয়া এলাকায় ঢাকা-কিশোরগঞ্জ সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নাঈম (২৫) নামের এক যুবক মারা যান। গুরুতর আহত অবস্থায় তিনজনকে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে নেওয়ার পর শরীফ মিয়া (২৩) নামে অপর একজন মারা যান। এ ঘটনায় লিজা ও ফাহিম নামে অপর দুজনও গুরুতর আহত হন। এর মধ্যে ফাহিমকে রাতেই ঢাকার একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ফাহিম মারা যান।

নিহত নাঈম উপজেলার পোড়াবাড়িয়া গ্রামের শহীদুল্লার ছেলে। তিনি সৌদিআরব প্রবাসী। কিছুদিন আগে ছুটিতে বাড়িতে আসেন। অপরদিকে শরীফ মিয়া পৌরসদরের পাইকলক্ষীয়া গ্রামের আবুল কালামের ছেলে। তিনি পৌরসদর বাজারে বাবার সাথে ফলের ব্যবসা করতেন।

এ ব্যাপারে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আসাদুজ্জামান টিটু (পিপিএম) বলেন, ঘটনায় দুই মটরসাইকেলের আরোহীই মারা গেছেন। কোনো পক্ষেরই কোনো অভিযোগ না থাকায় কোনো মামলা হয়নি।


আরো সংবাদ



premium cement
হামাসের সাথে চুক্তি চায় ৭২ শতাংশ ইসরাইলি গাজার উত্তরের সর্বশেষ অর্থোপেডিক সার্জন নিহত মালয়েশিয়ায় বাধ্য শ্রমের অভিযোগ : মামলার অনুমতি পেল বাংলাদেশী শ্রমিকরা বিজয় দিবসে নিরাপত্তা ঝুঁকি নেই : ঢাকা রেঞ্জ ডিআইজি ইসলামি শ্রমনীতি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে : মুহাম্মদ শাহাজাহান অভিবাসী ফেরত না নিলে সম্পর্ক ছিন্ন করার হুমকি ট্রাম্পের খুলনা রেলস্টেশনের স্ক্রিনে ভেসে উঠল ‘শেখ হাসিনা আবার আসবে’ ঘূর্ণিঝড় চিডোর কারণে ফ্রান্সের মায়োটে সর্বোচ্চ সতর্কতা জারি ঢাকায় পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তা মুক্তিযোদ্ধা দলের মহাসমাবেশে যোগ দেবেন খালেদা জিয়া একই দিনে তিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা বিপাকে

সকল