১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিটিএসের জন্য নয়, বিয়ে এড়াতে পালিয়েছিল ওই কিশোরী

বিটিএসের জন্য নয়, বিয়ে এড়াতে পালিয়েছিল ওই কিশোরী - নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের ফতুল্লায় কোরিয়ান ব্যান্ডদল বিটিএসের সাথে যোগ দিতে ঘর ছেড়ে যাওয়া কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। তবে ঐ কিশোরী বিটিএসের জন্য নয়, মা-বাবার পছন্দের ছেলেকে বিয়ে না করতে চেয়ে ঘর ছেড়েছিল বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার সকালে কিশোরীকে তার মা-বাবার জিম্মায় দিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আযম মিয়া জানায়, কিশোরীর বাবা পুলিশকে সাধারণ ডায়েরি করার সময় মিথ্যে বলেছেন যে কোরিয়ান ব্যান্ডদল বিটিএসের সাথে যোগ দিতে ঘর ছেড়েছে কিশোরী। এবং এ বিষয়ে কিশোরীর বাবা এক সপ্তাহ আগে ফতুল্লা থানায় নিখোঁজ জিডি করেন। কিন্তু ওই কিশোরী তার মা-বাবার উপস্থিতি বলেন, মা-বাবার সাথে অভিমান করেই সে বাসা থেকে বের হয়ে গাজীপুরস্থ তার এক বান্ধবীর বাসায় চলে গিয়েছিল। বাবা মায়ের পছন্দের পাত্রকে সে বিয়ে করবে না। আর এ কারণেই সে ঘর ছেড়েছিল।

তিনি আরো জানান,কিশোরীর বাবার দায়ের করা সাধারণ ডায়েরির পর তদন্তকারী কর্মকর্তা খালেদ তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত হয়ে যোগাযোগ করে কৌশলে থানায় ডেকে নিয়ে আসে। পরে তার মা-বাবাকে থানায় নিয়ে এসে কিশোরীকে তাদের কাছে দিয়ে দেয়া হয়।

এর আগে বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের শিয়াচর এলাকার বাসা থেকে পালিয়ে যায় কিশোরী।

তখন কিশোরীর বাবা বলেছিলেন, ‘আমার মেয়ে গতবছর স্থানীয় একটি মাদরাসা থেকে দাখিল পাস করেছে। বাসায় একা থাকায় সবসময় মোবাইলে গেমস খেলতো এবং ইউটিউবে গান ও সিনেমা দেখতো। সবসময় মোবাইল নিয়ে এসবে ব্যস্ত থাকায় সে খাওয়া-দাওয়া কমিয়ে দেয়। এজন্য প্রায় সময় তাকে বুঝাতাম। সে বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় কোরিয়ান ব্যান্ড দল বিটিএসের কিছু ছবি রেখে যায়। বাসায় ঝগড়া হলেই বলতো সে কোরিয়া চলে যাবে। এমন অবস্থায় সে যেকোনো সময় নিজের বড় ধরনের ক্ষতি করে ফেলতে পারে।


আরো সংবাদ



premium cement
বিজয় দিবসে নিরাপত্তা ঝুঁকি নেই : ঢাকা রেঞ্জ ডিআইজি ইসলামি শ্রমনীতি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে : মুহাম্মদ শাহাজাহান অভিবাসী ফেরত না নিলে সম্পর্ক ছিন্ন করার হুমকি ট্রাম্পের খুলনা রেলস্টেশনের স্ক্রিনে ভেসে উঠল ‘শেখ হাসিনা আবার আসবে’ ঘূর্ণিঝড় চিডোর কারণে ফ্রান্সের মায়োটে সর্বোচ্চ সতর্কতা জারি ঢাকায় পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তা মুক্তিযোদ্ধা দলের মহাসমাবেশে যোগ দেবেন খালেদা জিয়া একই দিনে তিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা বিপাকে হাসিনা-আমুসহ ৩৯ জনের নামে ঝালকাঠি ও নলছিটিতে মামলার এজহার আইনজীবী আলিফ হত্যার কথা স্বীকার করেছেন রিপন দাশ খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ নেতা আশুতোষ চাকমা গ্রেফতার

সকল