১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বন্ধুদের সাথে ঘুরতে যেয়ে ফিরলেন লাশ হয়ে

বন্ধুদের সাথে ঘুরতে যেয়ে ফিরলেন লাশ হয়ে - ছবি : নয়া দিগন্ত

মানিকগঞ্জের সিংগাইরে ঈদ উপলক্ষে তিন বন্ধু ঘুরতে বের হয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় লাশ হয়ে ফিরলেন শাকিল (২৩) নামে এক যুবক। গুরুতর আহত হয়েছেন অপর দুই বন্ধু মকবুল (২২) ও শুভ (২৩)।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতরের দিন দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাকিল উপজেলার ধল্লা ইউনিয়নের আঠালিয়া গ্রামের কাশির ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ঈদের দিন শাকিল তার দুই বন্ধুর সাথে দুপুরে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। তিনি হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ সড়কের জায়গীর আবেদ মুন্সির বাড়ির সামনে একটি সিএনজির সাথে মোটরসাইকেলটি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শাকিল নিহত হন। গুরুতর আহত হন মকবুল ও শুভ। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।

এ ব্যাপারে সিংগাইর থানার ওসি মো: জিয়ারুল ইসলাম বলেন, নিহতের পরিবারের অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরো সংবাদ



premium cement