১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পাকুন্দিয়ায় খালেদা জিয়া-তারেকের পক্ষে ঈদ উপহার বিতরণ

পাকুন্দিয়ায় খালেদা জিয়া-তারেকের পক্ষে ঈদ উপহার বিতরণ - ছবি : নয়া দিগন্ত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের পক্ষে দুই শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে উপহার হিসেবে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরকাওনা আলাউদ্দিন মুন্সির বাড়ি প্রাঙণে এসব ঈদ উপহার বিতরণ করা হয়।

পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসান উল্লাহর উদ্যোগে এসব উপহার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার বিতরণ করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র এডভোকেট মো: জালাল উদ্দিন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌফিকুল ইসলাম, আতিকুর রহমান মাসুদ, লুৎফুর রহমান মোফাজ্জল, সাইফুল ইসলাম হীরা, ইলিয়াস উদ্দিন চুন্নু, জেলা ছাত্রদলের সভাপতি মো: মারুফ মিয়া, সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিন ও উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান খান সুমন প্রমুখ।

অনুষ্ঠানের আয়োজক হাসান উল্লাহ জানান, গত চার বছর ধরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশনায়ক তারেক রহমানের পক্ষে আমি ও আমার পরিবারের অর্থায়নে ঈদ উপহার বিতরণ করে আসছি। এর ধারাবাহিকতায় এবারও তাদের পক্ষে এলাকার নিম্ন আয়ের দুই শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙি বিতরণ করা হয়েছে। সবাই আমি ও আমার পরিবারের জন্য দোয়া করবেন।


আরো সংবাদ



premium cement
ফের বাড়ল স্বর্ণের দাম বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা : রাজশাহীতে আ’লীগের ১৫ নেতা গ্রেফতার অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে মিরাজ ফরিদপুরে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, গণপিটুনিতে বৃদ্ধ নিহত গাজীপুরে তুলার গুদামে আগুন রাজাকারের কোনো তালিকা মন্ত্রণালয়ে নেই, চাইলেও করা যাবে না : মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা সরকারি চাকরির আবেদন ফি ২০০ টাকা, প্রজ্ঞাপন জারি ফেরাটা সুখকর হলো না তামিম ইকবালের অপরিকল্পিত উন্নয়ন খাদ্য জোগানে সবচেয়ে বড় বাধা : প্রাণিসম্পদ উপদেষ্টা দেশের সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আপসহীন : মুন্না ‘বর্তমান সরকারকে আওয়ামী ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে’

সকল