দোহারে সাবেক শিক্ষার্থীদের আয়োজনে ইফতার
- দোহার (ঢাকা) সংবাদদাতা
- ০৫ এপ্রিল ২০২৪, ২০:১৬
ঢাকার দোহার উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে দোয়া ও ইফতারের আয়োজন করা হয়। ইফতার অনুষ্ঠানে এসএসসি ব্যাচের ৯৫ ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শুক্রবার (৫ এপ্রিল) বাদ আছর উপজেলার চরজয়পাড়া খালপাড় আব্বাস আলী আইডিয়াল হাইস্কুলে প্রাঙ্গনে এ ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন মিলন হোসেন খান।
ইফতার আয়োজনের প্রধান সমন্বয়কারীর জাহাঙ্গীর আলম জামিল জানান, কর্মজীবনে সবাই যার যার মতো ব্যস্ত। প্রিয় বন্ধুদের সাথে দেখার করার ইচ্ছে জাগলেও সময়ের অভাবে তা হয়ে উঠে না। তাই ইফতারের মতো সুন্দর আয়োজনের মাধ্যমে পুরনো বন্ধুদের একত্রিত করার ক্ষুদ্র প্রচেষ্টা। আজকে সবাই একত্রিত হতে পেরে মনের মধ্যে ভিন্ন এক আনন্দ বিরাজ করছে। শৈশক কৈশরের বন্ধুদের কাছে পেয়ে স্মৃতিপটে ভেসে উঠছে অনেক পুরনো স্মৃতি। প্রতি বছর রমজানে যেন সবাই একত্রিত হতে পারি সেজন্য চেষ্টা করব ইনশাল্লাহ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা