১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ঈদে গাজীপুর থেকে পার্বতীপুর পর্যন্ত ৩টি স্পেশাল ট্রেন চলবে

ঈদে গাজীপুর থেকে পার্বতীপুর পর্যন্ত ৩টি স্পেশাল ট্রেন চলবে - ফাইল ছবি

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৪ উপলক্ষে ঘরমুখী মানুষের ঈদযাত্রা সহজ ও নিরাপদ করতে নানা পদক্ষেপ নেয়া হয়েছে। গাজীপুর জেলায় বিভিন্ন শিল্পকারখানায় কর্মরত শ্রমিকদের কথা বিবেচনা করে জয়দেবপুর থেকে পার্বতীপুর (দিনাজপুর) পর্যন্ত ৩টি স্পেশাল ট্রেন চালু করা হচ্ছে।

বুধবার জেলা প্রশাসনের সহকারি কমিশনার হাসিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামী ৭, ৮ ও ৯ এপ্রিল তিনদিনে মোট ৩টি স্পেশাল ট্রেন রাত ১১টায় জয়দেবপুর ছেড়ে যাবে। ট্রেনটি জয়দেবপুর থেকে রওনা করে নাটোর, সান্তাহার, জয়পুরহাট, বিরামপুর, ফুলবাড়ী হয়ে সর্বশেষ স্টেশন পার্বতীপুর পৌঁছাবে ভোর ৫টা ৫৫ মিনিটে (সম্ভাব্য সময়)।

ট্রেনটিতে মোট আসন সংখ্যা ৭১৬টি, যার মাঝে ১ম শ্রেণির রয়েছে ২৪টি। বরাদ্দকৃত সকল টিকেট কেবলমাত্র অনলাইনে পাওয়া যাবে। আসনবিহীন টিকেট ট্রেন ছাড়ার ২ ঘণ্টা পূর্বে জয়দেবপুর স্টেশন থেকে দেয়া হবে।

জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার আবু হানিফ বলেন, ওই ট্রেনটি ঈদের পরদিন থেকে তিনদিন বিকেল ৪টা ২০ মিনিটে পার্বতীপুর থেকে ছেড়ে গাজীপুর পৌঁছাবে রাত ১০টা ১০ মিনিটে।


আরো সংবাদ



premium cement

সকল