গণআন্দোলনের মাধ্যমেই জনগণের হাতে গণতন্ত্র ফিরিয়ে দেব : মঈন খান
- গাজীপুর মহানগর প্রতিনিধি
- ৩১ মার্চ ২০২৪, ২০:০৭
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, ‘জনপ্রতিনিধিত্বহীন এই সরকারের বিরুদ্ধে বিএনপি’র গণআন্দোলন অব্যাহত থাকবে। গণআন্দোলনের মাধ্যমেই বাংলাদেশের জনগণের হাতে গণতন্ত্র ফিরিয়ে দেব ইনশাআল্লাহ।’
রোববার (৩১ মার্চ) বিকেলে গাজীপুর মহানগরীর টেকনগপাড়া সাগর সৈকত কনভেনশন সেন্টারে জেলা বিএনপি আয়োজিত এক দোয়া ও ইফতার মাহফিলে একথা বলেন তিনি।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ড. মঈন খান আরো বলেন, ‘৭ জানুয়ারিতে সংসদ নয়, হয়েছে ডামি নির্বাচন। সেদিন দেশের ৯৫ ভাগ মানুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে ভোটকেন্দ্রে না গিয়ে আওয়ামী লীগের প্রহসনের ভুয়া নির্বাচন বর্জন করেছেন।’
‘আওয়ামী লীগ বন্দুক, টিয়ারশেল, গ্রেনেড ইত্যাদি অস্ত্রের জোরে ক্ষমতায় টিকে আছে,’ মন্তব্য করেন মঈন খান।
জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নানের সঞ্চালনায় আরো বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, কাজী ছাইয়েদুল আলম বাবুল, বেনজির আহমেন টিটো, হুমায়ুন কবির খান, ডা: রফিকুল ইসলাম বাচ্চু, মেয়র মজিবুর রহমান, ওমর ফারুক সাফিন।
অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তিলাওয়াত করেন জেলা ওলামা দলের সভাপতি ক্বারী সিরাজুল ইসলাম।
উপস্থিত ছিলেন, বিএনপি নেতা সাখাওয়াত হোসেন সেলিম, অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন, ইব্রাহীম খালেকসহ শত শত নেতাকর্মী।
এর আগে ড. মঈন খান কারাগারে নিহত বিএনপি নেতা আসাদুজ্জামান খান হিরার পরিবারের খবর নিতে জেলার শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নে হিরার নিজ বাড়িতে যান এবং তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা