সিংগাইরে শিয়ালের মাংস দিয়ে কিশোরদের ভূরিভোজ
- সোহরাব হোসেন, সিংগাইর (মানিকগঞ্জ)
- ৩১ মার্চ ২০২৪, ১৯:১৪, আপডেট: ৩১ মার্চ ২০২৪, ১৯:১৫
মানিকগঞ্জের সিংগাইরে দুর্ঘটনায় আহত একটি শিয়ালের মাংস দিয়ে ভূরিভোজ করেছে কতিপয় কিশোর।
রোববার (৩১ মার্চ) উপজেলা আইন-শৃঙ্খলাবিষয়ক সভায় সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়ারুল ইসলাম ঘটনাটি উপস্থাপন করেন এবং স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জড়িতদের নাম-ঠিকানা সংগ্রহ করতে বলেন।
এর আগে শনিবার ইফতার-পরবর্তী সময়ে উপজেলার সায়েস্তা ইউনিয়নের ঝিগাতলা খাল সংলগ্ন ভিটায় এ ঘটনা ঘটে।
জানা যায়, সিংগাইর-মানিকনগর সড়কের সাহরাইল গ্রামীণ কল্যাণ সংলগ্ন সামিউল ওয়ার্কশপের সামনে শুক্রবার রাত ৮টার দিকে শিয়ালটি রাস্তা পার হচ্ছিল। এ সময় চলন্ত মোটরসাইকেলের চাপায় মেরুদণ্ড ভেঙে রাস্তার পাশেই পড়ে থাকে। পরদিন দুপুরে স্থানীয় কিশোররা একে জবাই করে বাত-ব্যথাজনিত রোগের প্রতিষেধক হিসেবে রান্না করে খেয়ে ফেলে। এ খবর জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
সায়েস্তা ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম ঘটনার সত্যতা স্বীকার করে এ প্রতিবেদককে বলেন, ‘আমি এলাকায় গিয়ে জড়িতদের নাম-ঠিকানা সংগ্রহ করে আপনাকে জানাচ্ছি।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা