১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মানুষ স্বস্তিতে আছে : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

মানুষ স্বস্তিতে আছে : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী - ছবি : সংগৃহীত

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, এখন পেঁয়াজের দাম কমেছে, অন্য জিনিসপত্রের দাম কমেছে, মানুষ একটু স্বস্তিতে আছে। বিএনপি এখন ভারতের পণ্য বর্জনের ডাক দিয়েছে। বাংলাদেশের মানুষ সুখে থাকুক, ভালো থাকুক তারা তা চায় না।

শনিবার (৩০ মার্চ) টাঙ্গাইলের আশেকপুর বাইপাস এলাকায় কাদেরিয়া বাহিনীর জাদুঘরের স্থান পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

এ সময় মুক্তিযুদ্ধের সকল স্মৃতিবিজড়িত স্থান সংরক্ষণের ওপর জোর দেন তিনি।

বিএনপির সমালোচনা করে মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল এ দেশে শোষণমুক্ত, দারিদ্র্যমুক্ত সমাজ তৈরি করা; সেটা যেন না হয় সেজন্য এখনো তারা পাকিস্তানকেই হৃদয়ে ধারণ করে নানা সমালোচনা করেন।

মুক্তিযুদ্ধের সংগঠক ও টাঙ্গাইর-৪ (কালিহাতী) আসনের এমপি আব্দুল লতিফ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চলানা করেন কাদেরিয়া বাহিনীর প্রধান আব্দুল কাদের সিদ্দিকী বীরোত্তম। এছাড়া টাঙ্গাইল সদর আসনের এমপি ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-২ আসনের এমপি তানভীর হাসান ছোট মনির, টাঙ্গাইল-৭ আসনের এমপি খান আহমেদ শুভ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম ও জেলা প্রাশাসক মো: কায়ছারুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।


আরো সংবাদ



premium cement