১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আহসান উল্লাহ

ওসি আহসান উল্লাহ-এর হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। - ছবি : নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার্স ইনচার্জ (ওসি) হিসেবে পুরষ্কার লাভ করেছেন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তার হাতে ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

জানা গেছে, গত ৯ অক্টোবর ২০২৩ সালে তিনি আড়াইহাজার থানায় যোগদান করেন।

এ ব্যাপারে আড়াইহাজার থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) আহসান উল্লাহ বলেন, আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহর কাছে। সেই সাথে ধন্যবাদ জানাই পুলিশ সুপার (নারায়ণগঞ্জ) স্যারকে আমাকে মূল্যায়ন করার জন্য। এ অর্জন শুধু আমার একার নয়, সকলের সহায়তায় আমি আজ এখানে এসেছি। বিভিন্ন বিষয়ে আমি আড়াইহাজারবাসী ও গণমাধ্যমকর্মীদের থেকে যথেষ্ঠ সহযোগিতা পেয়েছি। তাই আমি সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

 


আরো সংবাদ



premium cement