১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নারায়নগঞ্জে হঠাৎ করে একসাথে ধসে পড়েছে ১০টি বৈদ্যুতিক পিলার

নারায়নগঞ্জে হঠাৎ করে একসাথে ধসে পড়েছে ১০টি বৈদ্যুতিক পিলার। - ছবি : নয়া দিগন্ত

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়নগঞ্জের মদনপুরে হঠাৎ করে এক সাথে ধসে পড়েছে ১০টি বৈদ্যুতিক পিলার।

সোমবার রাত ১০টার দিকে হঠাৎ করে বিকট শব্দে পিলার গুলো ধসে পড়ে। এতে করে ক্ষতিগ্রস্থ হয়েছে বেশ কয়েকটি যানবাহন।

দুর্ঘটনার পরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল।

কিভাবে বৈদ্যুতিক পিলারগুলো ধসে পড়েছে এ নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, হঠাৎ করে বিকট শব্দে বৈদ্যুতিক পিলার গুলো একের পর এক ধসে পড়ে। কোনো কোনো পিলারে আগুন ধরে যায়। এ সময় অনেক পিলার বাস ও মালবাহী গাড়িতে পড়ে ক্ষতিগ্রস্ত হয়।

পিলার ধসে পড়ার কারণ হিসেবে স্থানীয়রা জানায়, রাস্তা সংস্কারের কাজ চলছে। অনেক পিলারে নিচ থেকে মাটি সরানোর ফলে দুর্ঘটনা ঘটে।

তবে ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১০টার পর একটি গাড়ি সজোরে ধাক্কা দেয় মহাসড়কের পাশের একটি বিদ্যুতের খুঁটিতে। এ সময় সেটি সড়কে পড়ে গেলে সেটার তারে যুক্ত আরো ১০টি খুঁটিও সড়কে পড়ে যায়। এতে বাস, প্রাইভেটকার ও কাভার্ডভ্যানসহ অন্তত ৫টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তবে কেউ হতাহত হয়নি।

এ ঘটনার পর তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে আশপাশের এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ। দুর্ঘটনার পর মহাসড়কে যানজট দেখা দেয়।

এতে সড়কে যান চলাচল বন্ধ হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে অন্তত ৫টি যানবাহন এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে আশপাশের গ্রামগুলো।

এদিকে মহাসড়কের মদনপুর এলাকায় এ ঘটনার পর খবর পেয়ে পুলিশসহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

ট্রাফিক পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ (টিআই) শরফুদ্দিন জানান, একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি খুঁটিতে ধাক্কা দেয়ায় এ ঘটনা ঘটে। ১০টি খুঁটি সড়কে পড়েছে। এ সময় সেখানে কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি। আশপাশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ঢাকা সিলেট সড়কে ডাইভারশন করে যান চলাচল করানোয় এখন পর্যন্ত যানজট তেমন হয়নি।


আরো সংবাদ



premium cement
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রীর আত্মহত্যার চেষ্টা ভারতের উচিত চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠানো : টবি ক্যাডম্যান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয়ে পুলিশের অভিযান শীতে কাহিল কুড়িগ্রামের মানুষ নতুন মামলায় আনিসুল হকসহ গ্রেফতার ৮ আফগানিস্তানে মানবাধিকারের ওপর নির্ভর করছে তালিবানের বৈধতা : জাতিসঙ্ঘ তীব্র শীতেও ধানের বীজতলা তৈরিতে উৎসবমুখর কৃষকরা লক্ষ্মীপুর একই ফিলিং স্টেশনে ফের বাসের সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১ সাভারে পাগলা কুকুরের কামড়ে নারীসহ আহত অর্ধশতাধিক সিরিয়ার কুখ্যাত কারাগারে প্রিয়জনদের খুঁজছে অসংখ্য মানুষ শীতে কাঁপছে শ্রীমঙ্গল

সকল